সমুদ্রসম্পদ রক্ষায় মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি
সমুদ্রসীমা এবং এর সম্পদ রক্ষায় কার্যকর ভূমিকা রাখার জন্য দেশে সমুদ্রসম্পদ সম্পর্কিত একটি মন্ত্রণালয় প্রতিষ্ঠা সময়ের দাবি। মন্ত্রণালয় গঠন করতে না পারলেও আপতত সমুদ্র অধিদফতর গঠন দরকার। কারণ সমুদ্র অর্থনীতি পরিমাপ করে শেষ করা যাবে না। আমরা এখনও জানি না কী ধরনের সমুদ্রসম্পদ রয়েছে। এ ছাড়া সমুদের প্রাণিসম্পদ রক্ষায় ব্যাপক সচেতনতা প্রয়োজন। এ বিভাগে অভিজ্ঞ জনবল এবং সরঞ্জামাদিরও প্রয়োজন রয়েছে।
ব্লু ইকোনমি নিয়ে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) উদ্যোগে তিনদিনব্যাপী কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। পিআইবির মহাপরিচালক শাহ আলমগীরের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. কাওছার আহমেদ, কারিনামের নির্বাহী পরিচালক ড. এসএমএ রাশিদ, ড. আনিসুজ্জামান খান, সেভ আওয়ার সীর পরিচালক এসএম আতিকুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর ররহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বার ফারজানা আক্তার প্রমুখ।
কর্মশালায় শাহ আলমগীর বলেন, এটি একটি নতুন ধারণা। এখানে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে। ব্লু ইকোনমি নিয়ে মানুষের মধ্যে জানার আগ্রহ রয়েছে। এ জন্য সংবাদ মাধ্যমের ভূমিকা রয়েছে। এ ধরনের কর্মশালা এটিই প্রথম। ভবিষ্যতে আরও কর্মশালার আয়োজন করা হবে।
কবির বিন আনোয়ার বলেন, সমুদ্র সম্পদের পরিমাণ কত, তা আমাদের জানা নেই। এ বিষয়ে বর্তমান সরকার ব্যাপক কাজ করছে।
এমএ/জেডএ/এমএস