জয়পুরহাটে অর্ধকোটি টাকার ভারতীয় কাপড় জব্দ


প্রকাশিত: ০৯:১৬ এএম, ০৮ অক্টোবর ২০১৪

জয়পুরহাটের পাঁচবিবিতে ঢাকাগামী একটি ট্রেনে অভিযান জালিয়ে অর্ধকোটি টাকার ভারতীয় কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার দিবাগত রাতে দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনে জয়পুরহাট ৩ ব্যাটালিয়নের অধিনে পাঁচবিবি বিশেষ ক্যাম্পের সদস্যরা চোরাচালান প্রতিরোধ অভিযান চালিয়ে ভারতীয় উন্নতমানের ৬৫০পিস শাড়ি কাপড় আটক করে।

ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল জব্বার জানান, মঙ্গলবার রাতে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা ট্রেন পাঁচবিবি রেল স্টেশনে পৌঁছলে বিভিন্ন বগি তল্লাশি চালিয়ে ভারতীয় কাপড়গুলো জব্দ করা হয়। পরে সেগুলো শুল্ক গুদামে জমা দেওয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।