হিজড়ার মৃত্যুর প্রতিবাদে সড়ক অবরোধ
নোয়াখালীর বেগমগঞ্জের দোকানঘর নামক স্থানে সুগন্ধা পরিবহেরর বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশা যাত্রী দুই হিজড়ার মৃত্যুর প্রতিবাদে সড়ক অবরোধ করেছে হিজড়ারা। মঙ্গলবার দুপুরে নোয়াখালী-ফেনী সড়কের চৌমুহনী রেলগেইটে তারা সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে। এ সময় রাস্তার দু`পাশে শত শত গাড়ি আটকা পড়ে।
বেশ কয়েজন হিজড়া জানায়, শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে নোয়াখালী- ফেনী সড়কের দোকানঘর নামক স্থানে দ্রুতগামী সুগন্ধা পরিবহেনর একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই সদস্য নুপুর হিজড়া (২৬) ও মাধবী হিজড়া(২৮) মারা যায়। গত ৫ দিন ধরে তারা থানা পুলিশের কাছে বার বার গিয়েও এর কোনো প্রতিকার বা ক্ষতিপুরণ না পেয়ে বাধ্য হয়ে সড়ক অবরোধ করেছে।
পরে বেগমগঞ্জ থানার টাউন দারোগা ইকবাল বাহার চৌধুরী ঘটনাস্থলে এসে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলে তারা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়।
মো. মিজানুর রহমান/এসএস/পিআর