যুব বিশ্বকাপের ফাইনাল মিরপুরে


প্রকাশিত: ১০:১৭ এএম, ১১ আগস্ট ২০১৫

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের একাদশ আসরের আয়োজক বাংলাদেশ। দেশের ৭টি ভেন্যুতে যুব বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। আগামি ২৩ জানুয়ারি থেকে শুরু হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর্দা নামবে ১৪ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

সাতটি ভেন্যুর মধ্যে রয়েছে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট কমপ্লেক্স, চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়াম, সিলেট বিভাগীয় স্টেডিয়াম, সিলেট জেলা স্টেডিয়াম ও মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

১৬ দলের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মোট ম্যাচ হবে ৪৮টি। এছাড়া টুর্নামেন্ট শুরুর আগে আরও ১৬টি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ রয়েছে । সব মিলিয়ে ৬৪টি ম্যাচ ও ১৩০ টি অনুশীলন সেশন।  বাংলাদেশ দলের গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে চট্টগ্রাম ও কক্সবাজার স্টেডিয়ামে।

এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।