বাঙালিদের বাড়িতে ভাঙচুর, সড়ক অবরোধ
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার হাতিমুড়ায় বাঙালি পাড়ায় আক্রমণ করে বাঙালিদের বাড়ি-ঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করেছে পাহাড়ি সন্ত্রাসীরা। সোমবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকেই বিক্ষুব্ধ বাঙালিরা খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কে অবস্থান গ্রহণ করে। ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিরাপত্তা বাহিনী ৬ জনকে আটক করেছে।
জানা গেছে, দীর্ঘদিনে ধরেই ইউপিএিফের সন্ত্রাসীরা স্থানীয় বাঙালিদের কাছে চাঁদা দাবি করে আসছিল। বাঙালিরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়ার হুমকি দেয় সন্ত্রাসীরা। ক্ষতিগ্রস্ত বাঙালিদের অভিযোগ চাঁদাদাবিকারী ইউপিডিএফের স্বশস্ত্র সন্ত্রাসীরাই এ ঘটনা ঘটিয়েছে।
তারা অভিযোগ করে বলেন, বাঙালিদের বিরুদ্ধে সুদুর-প্রসারী পরিকল্পনার অংশ হিসেবেই সন্ত্রাসীরা বাঙালিদের বাড়ি-ঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে এলাকায় দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছে।
এর আগে গত ৫ আগস্ট একই উপজেলায় একটি মাদরাসা ও বাঙালি মালিকানাধীন খামার বাড়িতে অগ্নিসংযোগ করে উপজাতীয় সন্ত্রাসীরা। এ ঘটনার প্রতিবাদে সোমবার মানিকছড়িতে বাঙালী ছাত্র পরিষদ সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ পালন করার পর রাতেই আবার ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা চালায় সন্ত্রাসীরা।
এদিকে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিন্ধুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল রাব্বি আহসান পিএসসি। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘর পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন।
এসএস/পিআর