কোটা সংস্কার : ফের আন্দোলন আসছে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৫ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৮

ফের আন্দোলনে নামছেন কোটার সংস্কার দাবিকারীরা। সরকারি চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতির সংস্কার না করে ৪০তম বিসিএসের বিজ্ঞাপন প্রকাশে তারা ক্ষুব্ধ হয়েছেন। কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেয়া বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূর বলছেন, খুব শিগগিরই কোটা সংস্কারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করবো। এ জন্য আমরা বসবো।

জাগো নিউজকে মুঠোফোনে নুরুল হক নূর বলেন, ‘কোটা সংস্কার নিয়ে সরকার যেহেতু একটা প্রসেসিংয়ের মধ্যে ছিল, আমরাও ভাবছিলাম সরকার ছাত্রদের দাবির আলোকে প্রজ্ঞাপন দেবে। এ জন্য আমরা চেয়েছিলাম কোটা সংস্কারের প্রজ্ঞাপনের পর বিসিএসের সার্কুলার দেয়া হোক। কিন্তু আমরা আজ বেলা ১১টায় সংবাদ সম্মেলন করেছি, অন্যদিকে ১টায় ৪০তম বিসিএসের সার্কুলার দেয়া হলো।’

‘আমরা স্পষ্ট করে বলছি- আমরা অত্যাচার নির্যাতন জেল-জুলুম সহ্য করে ছাত্র সমাজের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো’,- বলেন তিনি।

এমএইচ/জেডএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।