নোয়াখালীতে অপহৃত যুবক বেনাপোলে উদ্ধার


প্রকাশিত: ০৭:৫২ এএম, ১১ আগস্ট ২০১৫
প্রতীকী ছবি

নোয়াখালী থেকে অপহরণের সাতদিন পর যশোরের বেনাপোলের হোটেল সানসিটি থেকে আবুল বাশার কালাম (৩৮) নামের এক যুবককে উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ। মুক্তিপণের দাবিতে তাকে অপহরণ করা হয় বলে ওই যুবক জানান। অপহরণের অভিযোগে নোয়াখালির কবির হাট থানায় একটি জিডি করে তার পরিবার। সোমবার রাতে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া যুবক আবুল বাশার কালাম নোয়াখালী জেলার কবির হাট থানার মির্জাপুর গ্রামের আবুল খায়েরের ছেলে।

তিনি জাগো নিউজকে জানান, তিনি ৩ আগস্ট বাড়ি থেকে বাজার করার জন্য যাচ্ছিলেন। হঠাৎ পেছন দিক থেকে দুইটি লোক তাকে চোখ-মুখ বেঁধে তুলে নিয়ে গোপন স্থানে রেখে পরের দিন ট্রলারে করে বার্মায় নিয়ে যাওয়ার কথা বলে ভারতে নিয়ে যান। সেখানে তার কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করনি অপহরণকারীরা। এক পর্যায়ে তাকে অনেক নির্যাতন করা হয় দাবিকৃত টাকার জন্য। অপহরণকারীদের অত্যাচার সইতে না পেরে কালাম তাদের জানান, বাংলাদেশে পাঠিয়ে দিলে আমি আপনাদের টাকা দেব।

এসময় তাকে সাতক্ষীরা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের পর তাকে মোটরসাইকেলযোগে বেনাপোলে নিয়ে আসা হয়। পরে সোমবার সকালে হোটেল সানসিটির ৩০১ নম্বর কক্ষে রাখেন অপহরণকারীরা। পরে টাকার জন্য কালামকে দিয়ে বাড়িতে ফোন করান তারা। কালাম ফোন করে তার বাবাকে বলেন, আমি বেনাপোল বাজারের সানসিটি নামের একটি হোটেলে আছি। এই ঠিকানায় ২ লাখ টাকা পাঠিয়ে দিলে ওরা আমাকে ছেড়ে দেবে। পরিবারের লোকজন নোয়াখালীর কবির হাট থানায় ঘটনা জানালে সেখান থেকে বেনাপোল পোর্ট থানাকে জানানো হয়। সেখান থেকে সোমবার রাতে কালামকে উদ্ধার করে পোর্ট থানা পুলিশ। এসময় অপহরণের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম জাগো নিউজকে জানান, সাতদিন আগে অপহরণের পর বেনাপোলের হোটেল সানসিটি থেকে আবুল বাশার কালাম নামের এক যুবককে উদ্ধার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এই অপহরণের সঙ্গে কারা জড়িত। মঙ্গলবার তাকে নোয়াখালীর কবির হাট থানায় পাঠানো হবে বলে তিনি জানান।

মো. জামাল হোসেন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।