ইম্পেরিয়াল হোটেল গ্রাণ্ড সন্স ও মমতাজ বেকারিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০০ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০১৮

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পাউরুটি ও বিস্কুট উৎপাদন করার অপরাধে ইম্পেরিয়াল হোটেল গ্রাণ্ড সন্স এবং মমতাজ বেকারিকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার বিএসটিআই ও ঢাকা জেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে এপিবিএনের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে বিএসটিআই এর অনুমোদন না থাকায় এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পাউরুটি ও বিস্কুট পণ্য উৎপাদন করার অপরাধে ইম্পেরিয়াল হোটেল গ্রাণ্ড সন্স, বঙ্গবন্ধু এভিনিউকে ১০ হাজার টাকা এবং মমতাজ বেকারি, পুরানা পল্টনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান থেকে জানানো হয়, বিএসটিআই-এর এমন অভিযান অব্যাহত থাকবে।

এমইউএইচ/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।