প্রধানমন্ত্রীর প্রশংসায় আইডিবি প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) প্রেসিডেন্ট বন্দর এম এইচ হাজ্জার। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিভিন্ন অর্থনৈতিক সূচকে উন্নতি হচ্ছে। বড় বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।’

‘এখানে অনেক সফলতার গল্প আছে। ৭ শতাংশের বেশি জিডিপি গ্রোথ। আমরা চাই এই সফলতার গল্প আফ্রিকার গরিব দেশসহ অন্যান্য দেশে ছড়িয়ে দিতে। আশা করি এখানে রিজিওনাল হাব গড়ে তোলা সহজ হবে।’

রোববার রাজধানীর আগারগাঁওয়ে আইডিবি ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলেন এসব কথা বলেন তিনি। ঢাকায় ইসলামী উন্নয়ন ব্যাংকের রিজিওনাল হাব (আঞ্চলিক কার্যালয়) স্থাপনের বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আইডিবির প্রতিনিধি হানি সালিম সোনবল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

আইডিবির প্রেসিডেন্ট বন্দর এম এইচ হাজ্জার বলেন, ‘বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, সেখানে তারা বিভিন্ন গবেষণার কাজ করছেন। আবার আমরা শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছি কিন্তু দেখা যায় তাদের সঙ্গে পরবর্তীতে আমাদের আর সেভাবে যোগাযোগ হয় না। এখানে হাব স্থাপনের ফলে আশা করি তাদের সঙ্গে পারস্পরিক যোগাযোগ বাড়বে।’

তিনি বলেন, উদ্ভাবক ও আইটিসহ বিভিন্ন আইডিয়া বাস্তবায়নে ৫০ কোটি ডলারের তহবিল গঠন করেছি আমরা। ভবিষ্যতে তহবিলের আকার আরও বাড়ানো হবে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাংলাদেশে আইডিবি’র হাব স্থাপনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ১৯৭৪ সাল থেকে আইডিবি আমাদের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা দিয়ে আসছে। দেশ এগিয়ে যাচ্ছে। আমরা এখন উন্নয়শীল দেশে যাচ্ছি। সামনে আমরা সহজ শর্তে ঋণ পাব না। তাই আমরা আমাদের সক্ষমতা বাড়াচ্ছি।

‘আমাদের উন্নয়ন দেখে বিভিন্ন দেশ এখানে বিনিয়োগ করছে। আইডিবি এখানে তাদের হাব খুলছে। বিদেশ থেকে আমরা এখন পর্যন্ত যে ঋণ নিয়েছি সব ঋণের অর্থই আমরা সঠিক সময়ে পরিশোধ করেছি। একটি দেশও বলতে পারবে না যে, আমাদের কাছে তাদের ঋণের টাকা বাকি।’

এমইউএইচ/এমএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।