চট্টগ্রামে অগ্নিকাণ্ডে ১৪ বসতঘর ভস্মীভূত


প্রকাশিত: ০৬:২৩ এএম, ১১ আগস্ট ২০১৫

চট্টগ্রামের চান্দগাঁও রেলওয়ে বস্তিতে আগুনে পুড়েছে ১৪ বসতঘর। সোমবার রাত আড়াইটার দিকে খেজুর তলা বস্তিতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো.জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, চান্দগাঁও থানার খেঁজুরতলা রেলওয়ে বস্তিতে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়।

চান্দগাঁও ও চন্দনপুরা ফায়ার স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে  আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১৪টি কাঁচা বসতঘর পুড়ে গেছে।  ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় দশ লাখ টাকা।

এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।