নবগঠিত আইসিটি অধিদফতরের কার্যক্রম শুরু


প্রকাশিত: ০২:৫০ এএম, ১১ আগস্ট ২০১৫

অবশেষে দীর্ঘ প্রতীক্ষিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইিসিটি) অধিদফতরের কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্য দিয়ে মাঠ পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত কাজে সমন্বয়, যে কোন সমস্যার দ্রুত সমাধানসহ তথ্যপ্রযুক্তিকে হাতিয়ার করে একটি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠার প্রচেষ্টা আরও একধাপ এগিয়ে যাবে।

নবগঠিত তথ্যপ্রযুক্তি অধিদফতরের প্রথম মাসিক সমন্বয় সভা সোমবার সকালে আগারগাঁওস্থ আইসিটি অধিদফতরের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আইসিটি অধিদফতরের মহাপরিচালক জসীম উদ্দিন আহমেদ। অধিদফতরের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যাবলী নিয়ে স্বাগত বক্তব্য রাখেন আইসিটি অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ)  মাহফুজুল হক।

সভায় রূপকল্প-২০২১: ডিজিটাল বাংলাদেশ অগ্রযাত্রা আরও ত্বরান্বিত এবং প্রান্তিক জনগোষ্ঠির কাছে তথ্যপ্রযুক্তির সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে আইসিটি অধিদফতর গঠন করায় মাননীয় প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা, আইসিটি প্রতিমন্ত্রী ও আইসিটি সচিবের প্রতি ধন্যবাদ জ্ঞাপণ করা হয় এবং ২ জন প্রোগ্রামারসহ ২০০ জন আইটি কর্মকর্তাকে স্থানান্তর অনুমোদন দেয়ায় তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সভায় মাঠ পর্যায়ে আইসিটির সম্প্রসারণে সক্রিয় ভূমিকা রেখে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।