তোরের জোড়া গোলে জয় ম্যানচেস্টার সিটির
গত মৌসুমে চেলসির কাছে হারিয়েছিল লিগ শিরোপা। তাই শিরোপা পুনরুদ্ধারে দাপটের সাথেই শুরু করলো ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। ইয়াইয়া তোরের জোড়া গোলে ওয়েস্ট ব্রুমউইচকে ০-৩ গোলে হারিয়েছে তারা।
সোমবার রাতে ওয়েস্ট ব্রুমউইচের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে পেল্লেগ্রিনির শিষ্যরা। যার ফলে এগিয়ে যেতে খুব সময় নেয়নি তারা। ৯ মিনিটেই এগিয়ে যায় সিটি। হেসুস নাভাসের কাছ থেকে বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে ইয়াইয়া তোরের নেয়া গড়ানো শট প্রতিপক্ষ খেলোয়াড়ের পায়ে লেগে বল জালে জড়ায়।
এরপর ২৪ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে ফেলেন ইয়াইয়া তোরে। স্বদেশী উইলফ্রেড বোনির সাথে বল দেয়া নেয়া করে ডি বক্সের বাইরে থেকে নেয়া দুর্দান্ত বাঁকানো শটে পরাস্ত করেন ওয়েস্ট ব্রুমউইচের গোলরক্ষককে। এরপর আক্রমণ প্রতি আক্রমণে খেলা চললেও বিরতির আগে আর কোনো গোল হয়নি।
দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি। ডেভিড সিলভার নেয়া কর্নার কিক থেকে এগিয়ে এসে দুর্দান্ত হেডে লক্ষ্যভেদ করেন এই বেলজিয়ান। এরপর আর কোন গোল না হলে ৩-০ ব্যবধানেই জয় পায় ম্যানচেস্টার সিটি।
এদিন ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগে অভিষেক হয় ৪৯ মিলিয়ন পাউন্ডে কেনা রহিম স্টার্লিংয়ের।
আরটি/এআরএস/এমএস