নিখোঁজ মালয়েশীয় বিমানের ধ্বংসাবশেষ মালদ্বীপে!
এবার দ্বীপরাষ্ট্র মালদ্বীপে নিখোঁজ মালয়েশীয় বিমানের (এমএইচ৩৭০) ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে দেশটির একটি সংবাদমাধ্যম জানিয়েছে। সোমবার ওই সংবাদমাধ্যমে বিমানের ধ্বংসাবশেষের কিছু ছবিও প্রকাশ করা হয়।
ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ভারত মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্রের একটি প্রবাল দ্বীপ এলাকা থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব ধ্বংসাবশেষ পাওয়া গেছে।
এরই মধ্যে মালয়েশীয় কর্তৃপক্ষ সেগুলো পর্যবেক্ষণের ব্যাপারে একটি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে বলে জানিয়েছেন দেশটির পরিবহনমন্ত্রী লি লিওউ তিয়ং লাই। তবে মালদ্বীপের কয়েকজন পর্যবেক্ষক সংবাদপত্রে প্রকাশিত বিমানের ধ্বংসাবশেষ নিয়ে সন্দেহ পোষণ করেছেন।
এর আগে, গত ২৯ জুলাই ভারত মহাসাগরের পশ্চিমে ফরাসি মালিকানাধীন রিইউনিয়ন দ্বীপের উপকূল থেকে উদ্ধার হওয়া অংশটি ওই বিমানের বলে নিশ্চিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক।
উল্লেখ্য, উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ ২৩৯ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়েছিল বিমানটি। এটি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে চীনের বেইজিং যাচ্ছিল।
বিএ