সরকারি চাকরিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের কোটা বহাল রাখার দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৪ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৮

সরকারি চাকরিতে নিজেদের জন্য ৫ শতাংশ কোটা বহাল রাখার দাবি জানিয়েছেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। ঢাকাস্থ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি বাংলাদেশ স্বল্পোন্নত দেশের পর্যায় থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়েছে। অগ্রগতির এই ধারা অব্যাহত রাখতে হলে দেশের সব উন্নয়ন কর্মকাণ্ডে সর্বস্তরের জনগণের ব্যাপক অংশগ্রহণ একান্ত অপরিহার্য।

তারা বলেন, দেশের কোনো অঞ্চল বা জনগণের অংশকে পশ্চাৎপদ রেখে এ লক্ষ্য অর্জন সম্ভব নয়। কাজেই সামগ্রিক জাতীয় উন্নয়নের প্রয়োজনেই দেশের ক্ষুদ্র জাতিসত্তার জনগণকেও মূলধারার কর্মকাণ্ডে সমভাবে ও সমমর্যদায় সম্পৃক্ত করতে হবে।

তারা বলেন, ক্ষুদ্র জাতিসত্তা তথা ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জন্য চাকরি অন্ততঃপক্ষে পূর্বের হারে (৫ শতাংশ) আসন সংরক্ষিত রাখা ও যথাযথভাবে প্রয়োগ করতে হবে। সেই সঙ্গে ক্ষুদ্র জাতিসত্তার সরকারি চাকরিতে নিয়োগের বিশেষ ব্যবস্থাটি যেন বিধিবদ্ধ এবং প্রাতিষ্ঠানিক হয় অর্থাৎ সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত, পরিষদীয়, কর্পোরেশন, সরকারি ব্যাংক-বীমায় নিয়োগের ক্ষেত্রে যেন একই নিয়ম প্রযোজ্য হয় তা নিশ্চত করতে হবে।

আয়োজক সংগঠনের সভাপতি অজয় বিকাশ চাকমার সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সদস্য জ্ঞান বিকাশ চাকমা, জীবন চাকমা প্রমুখ।

এএস/জেইউ/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।