দেশ স্বাধীন করে বঙ্গবন্ধু ইতিহাস সৃষ্টি করেছিলেন
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন বলেছেন, বঙ্গবন্ধু শুধু কালজয়ী নেতাই ছিলেন না, বাংলাদেশ স্বাধীন করে তিনি ইতিহাস সৃষ্টি করেছিলেন।
সোমবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বৃহত্তর ফরিদপুর সুপ্রিম কোর্ট আইনজীবী কল্যাণ সমিতি আয়োজিত এই আলোচনা সভায় মন্ত্রী আরো বলেন, ‘বঙ্গবন্ধুর সমসাময়িক অনেক নেতাই জন্মগ্রহণ করেছিলেন। তাদের কেউ ইতিহাস সৃষ্টি করতে পারেননি। বাঙালি জাতিকে স্বাধীন জাতিসত্ত্বা উপহার দিয়ে তিনি ইতিহাসের স্রষ্টা হয়েছিলেন।’
মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নানা প্রতিকূলতার মধ্যেও ঐক্যবদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। বাঙালিকে স্বাধীন জাতিসত্ত্বা দেয়ার ক্ষেত্রে কোন তাড়াহুড়া করেননি। জাতিকে তৈরি করেছেন, তারপর ইঙ্গিত দিয়েছেন যুদ্ধের জন্য। না হলে এতো অল্প সময়ের মধ্যে মাত্র ৯ মাসে দেশ স্বাধীন করা সম্ভব হতো না।
খন্দকার মোশারফ হোসেন বলেন, জাতির প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছেন। তার শাসনামলও ছিল মাত্র সাড়ে ৩ বছরের। এই অল্প সময়ে তিনি সমূদ্র আইন, স্থল সীমানা আইনসহ অনেকগুলো আইন তিনি করে গেছেন। আমরা এখন সেগুলো বাস্তবায়ন করছি, তাঁর রেখে যাওয়া কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয় এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রূপকল্প ঘোষণা করেছেন।
বেকার হোস্টেলে বঙ্গবন্ধুর সাথে লেখাপড়া ও ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে ব্যারিস্টার রফিকুল হক বলেন, ‘বঙ্গবন্ধু শুধু আমাদেরই জাতির পিতা নন, পশ্চিম বঙ্গের মানুষও তাঁকে সমানভাবে জাতির পিতা হিসেবে মানেন।’
তিনি বলেন, বঙ্গবন্ধু শুধু আমাদের না, সর্বকালের, সর্বজনের এবং সারা বিশ্বে বাঙালি যে যেখানে রয়েছে, তাদের কাছে বঙ্গবন্ধু অত্যন্ত শ্রদ্ধার। বঙ্গবন্ধুর তুলনা শুধুই বঙ্গবন্ধু, তাঁর সাথে অন্য কারো তুলনা হতে পারে না।
বৃহত্তর ফরিদপুর সুপ্রিম কোর্ট আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট এসএম মুনীরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক, শ.ম. রেজাউল করিম, সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন, অ্যাডভোকেট মাহবুব আলী, সানজিদা খানম ও হুসনে আরা বাবলী, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা আবু কাওসার ও আইনজীবী ড. বশির আহমেদ।
এফএইচ/এসএইচএস/এমআরআই