রাজধানীতে র‌্যাব পরিচয়ে ছিনতাই : আটক ১


প্রকাশিত: ০১:১২ পিএম, ১০ আগস্ট ২০১৫

রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় র‌্যাব পরিচয় দিয়ে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে রুহুল আলম প্রকাশ রঞ্জু (৪০) নামে একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার সকালে বিমানবন্দরের গোলচত্বর এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব-১ ব্যাটালিয়ন।

র‌্যাব সদর দফতরে লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম জানান, র‌্যাব পরিচয়ে চাঁদাবাজির করছে অভিযোগে তার বিরুদ্ধে গত ৮ জুলাই বিমানবন্দর থানায় একটি মামলা (মামলা নম্বর-১৯) হয়। মামলার প্রেক্ষিতে র‌্যাব-১ ব্যাটালিয়নের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দর গোলচত্বর এলাকায় তৈমুর মানি এক্সচেঞ্জ ও ফোন-ফ্যাক্সের দোকান থেকে রুহুল আলম আটক করা হয়েছে।

জেইউ/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।