বঙ্গবন্ধুর সমাধিতে ববির উপাচার্যের শ্রদ্ধা নিবেদন


প্রকাশিত: ১২:৪৫ পিএম, ১০ আগস্ট ২০১৫

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, সূরা ফাতেহা পাঠ এবং দোয়া-মোনাজাত করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এসএম ইমামুল হকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রদ্ধা নিবেদনের সময় বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. মুহসিন উদ্দীন, ভারপ্রাপ্ত প্রক্টর গণিত বিভাগের চেয়ারম্যান মো. শফিউল আলম, শিক্ষক সমিতির সভাপতি মো. আরিফ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে প্রফেসর ড. এসএম ইমামুল হক গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

এর আগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এসএম ইমামুল হককে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে স্বাগত জানান টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

সাইফ আমীন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।