বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন বিসিএস দশম ব্যাচের কর্মকর্তারা
জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সম্প্রতি অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পাওয়া বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) প্রশাসন ক্যাডারের দশম ব্যাচের কর্মকর্তারা।
রোববার খাজা মিয়া ও আজহারুল ইসলাম খানের নেতৃত্বে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। পরে ফাতেহা পাঠসহ বঙ্গবন্ধুর জন্য দোয়া করা হয়।
এ সময় ব্যাচের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত বুধবার রাতে প্রশাসনে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন ১৬৩ জন যুগ্মসচিব। এদের বেশির ভাগই বিসিএস দশম ব্যাচের কর্মকর্তা।
আরএমএম/জেডএ/জেআইএম