বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন বিসিএস দশম ব্যাচের কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩২ পিএম, ০২ সেপ্টেম্বর ২০১৮

জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সম্প্রতি অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পাওয়া বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) প্রশাসন ক্যাডারের দশম ব্যাচের কর্মকর্তারা।

রোববার খাজা মিয়া ও আজহারুল ইসলাম খানের নেতৃত্বে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। পরে ফাতেহা পাঠসহ বঙ্গবন্ধুর জন্য দোয়া করা হয়।

এ সময় ব্যাচের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত বুধবার রাতে প্রশাসনে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন ১৬৩ জন যুগ্মসচিব। এদের বেশির ভাগই বিসিএস দশম ব্যাচের কর্মকর্তা।

আরএমএম/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।