রাজধানীতে জন্মাষ্টমীর শোভাযাত্রা
আজ (রোববার) শুভ জন্মাষ্টমী। সনাতন (হিন্দু) ধর্মের প্রবর্তক ও প্রাণপুরুষ মহাবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। এ উপলক্ষে রাজধানীতে বিশাল শোভাযাত্রার আয়োজন করেছে সনাতন ধর্মের অনুসারীরা।
রোববার বিকেল তিনটার দিকে রাজধানীর পলাশীর মোড় থেকে শোভাযাত্রা শুরু হয়েছে। সেখান থেকে দোয়েল চত্বর, বঙ্গবাজার হয়ে সদরঘাট এলাকায় বাহাদুর শাহ পার্কের সামনে গিয়ে শোভাযাত্রাটি শেষ হবে বলে জানিয়েছেন এর আয়োজকরা।
এছাড়াও আজ দেশের বিভিন্ন স্থানে শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে হিন্দু সম্প্রদায় গীতাযজ্ঞ, শোভাযাত্রা, কৃষ্ণপূজা, আলোচনা সভা, কীর্তন, আরতি, প্রসাদ বিতরণ, সাহিত্য-সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গীতিনৃত্য, নাটক ইত্যাদির আয়োজন করেছে।
এদিকে জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ পৃথক বাণীতে হিন্দু সম্প্রদায়সহ দেশবাসীর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
জেইউ/এমএমজেড/পিআর