ডগ স্কোয়াড নিয়ে বাড্ডায় মাদকবিরোধী অভিযান
রাজধানীর বাড্ডা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে মাদকসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার সকাল থেকে মধ্য বাড্ডা, দক্ষিণ বাড্ডা, মেরুল বাড্ডা ও সাতারকুল এলাকায় অভিযান চলে বেলা ১টা পর্যন্ত। অভিযানে বাড্ডা থানা পুলিশের পাশাপাশি ডগ স্কোয়াড ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এক বার্তায় ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ জানায়, গ্রেফতারদের হেফাজত থেকে ২৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা ও ৩৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করেছে পুলিশ।
এর আগে শনিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক সেবন ও বিক্রির অপরাধে ৪৮ জনকে গ্রেফতার করে ডিএমপি। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৩০১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১১০৩ গ্রাম হেরোইন, ৬০০ গ্রাম গাঁজা, ৩৫ বোতল ফেন্সিডিল, ৫২টি নেশাজাতীয় ইনজেকশন ও ১ বোতল দেশি মদ উদ্ধার করা হয়।
এআর/জেডএ/আরআইপি