রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে আটক ৪৮

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৬ পিএম, ০২ সেপ্টেম্বর ২০১৮
প্রতীকী ছবি

রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবন ও বিক্রির অপরাধে ৪৮ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ৩০১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১১০৩ গ্রাম হেরোইন, ৬০০ গ্রাম ৮০ পুরিয়া গাঁজা, ৩৫ বোতল ৬৪ লিটার ফেনসিডিল, ৫২টি নেশা জাতীয় ইনজেকশন ও ১ বোতল দেশি মদ উদ্ধার করা হয়েছে।

যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩৮টি মামলা রুজু হয়েছে।

জেইউ/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।