ভুয়া সিকিউরিটি সার্ভিসের মাইক্রোবাসে ইয়াবা, আটক ৬

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০১ পিএম, ০১ সেপ্টেম্বর ২০১৮
ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে ভুয়া সিকিউরিটি সার্ভিসের মাইক্রোবাস থেকে ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে র‌্যাব-১০। এ সময় ৬ জনকে আটক করা হয়।

শনিবার বিকেল ৫টার দিকে যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ খান জানান, গোপন তথ্যের ভিত্তিতে সিস নামীয় ভুয়া সিকিউরিটি সার্ভিসের মাইক্রোবাস থেকে ৬ জনকে ইয়াবাসহ আটক করা হয়। জব্দ গাড়ি থেকে সিকিউরিটি সার্ভিসের ইউনিফর্ম, ক্যাপ, রিফ্লেক্টিং বেল্ট, নেম ব্যাজ উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ পুলিশ কোয়ার্টারের সামনে (বর্তমানে ডিসি ওয়ারী অফিস) আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

জেইউ/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।