ট্রাফিক আইন অমান্য : মামলা ৩ হাজার, জরিমানা ১৫ লাখ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৯ পিএম, ০১ সেপ্টেম্বর ২০১৮
ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন না মানায় ২ হাজার ৯২১টি মামলা ও ১৫ লাখ ৪৬ হাজার ৬০০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

শুক্রবার ঢাকার বিভিন্ন সড়কে দিনভর অভিযানে এসব মামলা দেয়া হয়।

এক বার্তায় ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ জানায়, অভিযানে উল্টোপথে গাড়ি চালানোর জন্য ২০৫টি গাড়ি, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় ২৪টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ৪টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১৩টি গাড়িকে মামলা দেয়া হয়েছে। এছাড়াও আইন অমান্য ও ফিটনেস না থাকায় অভিযানে ৩০টি গাড়ি ডাম্পিং ৫১০টি গাড়ি রেকার করা হয়।

ডিএমপি জানায়, অভিযানে ৯৯২টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৪৯টি আটক করা হয়। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় সরাসরি ১২টি মামলা দেয়া হয়েছে।

ট্রাফিক পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।

এআর/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।