পিয়ং ইয়ংয়ের বিরুদ্ধে দ. কোরিয়ার কঠোর হুঁশিয়ারি


প্রকাশিত: ০৯:২৩ এএম, ১০ আগস্ট ২০১৫

দক্ষিণ কোরিয়ার সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণের জন্যে উত্তর কোরিয়াকে দায়ী করেছে সিউল। এর জন্য পিয়ং ইয়ংকে কঠিন মূল্য দিতে হবে বলেও কঠোর হুঁশিয়ারি দিয়েছে দক্ষিণ কোরিয়া।

এর আগে গত মঙ্গলবার (৪ আগস্ট) দেশ দুটির বেসামরিকীকরণ এলাকায় তিনটি স্থল মাইন বিস্ফোরিত হয়। এ ঘটনায় দক্ষিণ কোরিয়ার টহলরত দুই সৈন্য মারাত্মক আহত হয়।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কিম মিন সিউক বলেন, উত্তর কোরিয়া উদ্দেশ্যমূলকভাবেই এসব মাইন পুঁতে রেখেছিল।

এছাড়া দেশটির জয়েন্ট চিফস অব স্টাফের বিবৃতিতে বলা হয়েছে, উস্কানিমূলকভাবে মাইন বিস্ফোরণের জন্য উত্তর কোরিয়াকে কঠিন মূল্য দিতে হবে। বিবৃতিতে দায়ীদের শাস্তি দিতে উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানানো হয়।

প্রসঙ্গত, দেশ দুটির মধ্যে ১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত চলা যুদ্ধ অস্ত্রবিরতির মধ্যদিয়ে শেষ হয়। কিন্তু মাইন বিস্ফোরণের পর দেশ দুটির সীমান্তে আবারো উত্তেজনা দেখা দিয়েছে।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।