বৃ‌ষ্টিতে গরম আরও বাড়‌ল মক্কায়!

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা মক্কা থে‌কে
প্রকাশিত: ১২:৪৮ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৮

তপ্ত মরুভূমির দেশ সৌ‌দি আর‌বে বৃ‌ষ্টি যে‌ন এক অমাবস্যার চাঁদ। দি‌নের পর দিন কে‌টে যায় কিন্ত‌ু মক্কা নগরী‌তে বৃ‌ষ্টির দেখা মেলে না। আবহাওয়া অধিদফত‌রের পূর্বাভা‌সেও খুব সহসা যে বৃ‌ষ্টিপাত হবে তারও কোনো ঘোষণা পাওয়া যায় না। ত‌বে শুক্রবার (৩১ আগস্ট) বি‌কে‌লে মক্কায় সেই অপ্রত্যা‌শিত বৃ‌ষ্টির দেখা মে‌লে। খুব বেশি প‌রিমা‌ণে না হ‌লেও প‌নের মি‌নিটের টানা বৃ‌ষ্টি‌তে রাস্তাঘাট ভি‌জে যায়।

কিছু রাস্তায় সামান্য প‌রিমাণ পা‌নিও জ‌মে থাক‌তে দেখা যায়। ত‌বে ক্ষণিকের বৃষ্টি কিন্তু স্ব‌স্তি আন‌তে পা‌রে‌নি। শুক্রবার দিনভর তাপমাত্রা বেশি থাকায় রাস্তাঘাট গর‌মে তে‌তি‌য়ে ছিল।‌ এমতাবস্থায় সামান্য বৃ‌ষ্টি রাস্তার গরম‌কে আরও বা‌ড়িয়ে দেয়।

বাংলা‌দেশি হা‌জি‌দের অনে‌কেই বৃ‌ষ্টির পর গরম বাড়‌তে পা‌রে তা দে‌খে অভ্যস্ত নন।‌ বৃ‌ষ্টি নে‌মে‌ছে শু‌নে অনে‌কেই বহুতল হো‌টেল কক্ষ থে‌কে বে‌রি‌য়ে রাস্তায় নেমে আসেন।
আবু সা‌য়েদ না‌মের একজন হা‌জি ব‌লেন, যখন রাস্তায় বৃ‌ষ্টি হ‌চ্ছিল ত‌খন ম‌নে হচ্ছিল যে‌ন রাস্তা থে‌কে আগু‌নের ফুল‌কি বের হ‌চ্ছে।

নুরুল ইসলাম না‌মের আরেক হা‌জি ব‌লেন, আল্লাহর ঘ‌রে এসে বৃ‌ষ্টি দেখ‌তে পা‌ব তা ভা‌বি‌নি। গরম বাড়‌লেও তিনি জ‌মে থাকা বৃষ্টির পা‌নি‌তে পা ভি‌জি‌য়েছেন। ঠাণ্ডা হ‌বে ভেবে পানিতে পা দি‌য়ে দে‌খেন পা‌নি কুসুম কুসুম গরম।

এমইউ/এএইচ/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।