রাবিতে শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন


প্রকাশিত: ০৮:৪৮ এএম, ১০ আগস্ট ২০১৫

রাকিব-রাজনসহ সকল শিশু হত্যার বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের আয়োজনে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় বিভাতের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শিশু হত্যার ঘটনায় জড়িতদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার যেনো পুনরায় কেউ এ ধরনের দুঃসাহস না দেখায়। সরকারের কাছে  হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির জোর দাবি জানান মানববন্ধনে উপস্থিত বক্তারা।

এ সময় উপস্থিত ছিলেন, সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ওয়ারদাতুল আকমাম, অধ্যাপক মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ফয়জার রহমান, অধ্যাপক সুলতানা মোস্তফা খানম প্রমুখ। এছাড়া বিভাগের প্রায় তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৮ জুলাই সিলেট-সুনামগঞ্জ রোডের কুমারগাঁও বাসস্টেশন এলাকায় বারান্দার খুঁটিতে বেঁধে শারীরিক নির্যাতন করে হত্যা করা হয় শিশু রাজনকে। এরপর গত ৩ আগস্ট বিকালে মোটরসাইকেলের হাওয়া দেয়া কমপ্রেসার মেশিনের পাইপ শিশু রাকিবের পায়ুপথে ঢুকিয়ে তার পেটে হাওয়া দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।