দেশে ফিরেছেন ১২ হাজার ৮৯৩ জন হাজি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:০১ এএম, ৩১ আগস্ট ২০১৮
ফাইল ছবি

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে গত তিন দিনে ৩৬টি ফ্লাইটে দেশে ফিরেছেন মোট ৯ হাজার ৩৮৭ জন বাংলাদেশি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ছিল ১৯টি এবং সৌদি এয়ারলাইন্সের ১৭টি।

জেদ্দা হজ অফিস সূত্রে জানা গেছে, সরকারি ব্যবস্থাপনায় আগত বিজি-১০৬৯ ফ্লাইটের হাজিরা বর্তমানে মদিনায় অবস্থান করছেন।

এ বছর পবিত্র হজ পালনের জন্য বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্সের মোট ৩৭১টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সর্বমোট ১ লাখ ২৭ হাজার ২৯৮ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদি আরবে যান। হজ পালন করতে গিয়ে সেখানে এ পর্যন্ত মোট ১০২ জন বাংলাদেশি ইন্তেকাল করেছেন। এর মধ্যে পুরুষ ৮৬ জন ও নারী ১৬ জন। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ৬৫ জন, মদিনায় ৭ জন, জেদ্দায় ২ জন, মিনায় ১৮ জন এবং আরাফায় ১০ জন।

পবিত্র হজ পালন শেষে হাজিদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয়েছে গত ২৭ আগস্ট। শেষ হবে আগামী ২৭ সেপ্টেম্বর।

আরএ/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।