সিভিও পেট্রোকেমিক্যালের অস্বাভাবিক দর বাড়ার কারণ নেই


প্রকাশিত: ০৭:৩০ এএম, ১০ আগস্ট ২০১৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লি. এর শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে কোম্পানির কর্তৃপক্ষ। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সম্প্রতি সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ার দর অস্বাভাবিক ভাবে বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে নোটিস পাঠায় ঢাকা স্টক এক্সচেঞ্জ।  এর জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ জানায়, অস্বাভাবিক দর বাড়ার কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই। অর্থাৎ কারণ ছাড়াই বাড়ছে কোম্পানিটির শেয়ার দর।

বিশ্লেষণে দেখা যায়, ৩০ জুলাই ৯ আগস্ট ৭ কার্যদিবসের কোম্পানিটির শেয়ার দর ৩৪৮ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে ৪২৩ টাকা ৫০ পয়সা হয়েছে। অর্থাৎ শেয়ারটির দর বেড়েছে ৭৫ টাকা। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ।

গত ৫২ সপ্তাহে শেয়ারটির দর বেড়ে ৩৩২ টাকা থেকে ৭৯৪ টাকা ৯০ পয়সা বেচাকেনা হয়।  উল্লেখ্য, ‘বি’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

এসআই/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।