বাগেরহাটে বাবা হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড


প্রকাশিত: ০৬:৩৫ এএম, ১০ আগস্ট ২০১৫

বাগেরহাটের মোড়েলগঞ্জের মানিকজোড় গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে ঘাতক ছেলেকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত। সোমবার দুপুরে বাগেরহাট দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান এ রায় প্রদান করেন। তবে রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি মো. বাদশা গাজী (৪৫) পলাতক ছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ৯ ফেব্রুয়ারি মোড়েলগঞ্জ উপজেলার মানিকজোড় গ্রামের কৃষক মোতাহার আলী গাজী তার ছেলে মো. বাদশা গাজীকে ওষুধ আনতে বলেন। ওইদিন দুপুরে ছেলে বাদশা গাজী বাবার জন্য ওষুধ না আনার কারণে বাবা তাকে বকাঝকা করেন। দুপুর ২টার দিকের এ ঘটনায় ছেলে বাদশা গাজী ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা দা দিয়ে বাবার মাথায় আঘাত করলে স্থানীয় হাসপাতালে নিয়ে যাবার পথেই মোতাহার গাজী মারা যান। এ ঘটনায় নিহতের ছোট ছেলে আব্দুল হক বাদী হয়ে ওইদিন সন্ধ্যায় মোড়েলগঞ্জ থানায় বড়ভাইকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

থানায় হত্যা মামলা দায়েরের পর ওই বছরের ২৯ জুন মোড়েলগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) গৌতম দাস আসামি মো. বাদশা গাজীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালতে এ হত্যা মামলা চলাকালে  ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার দুপুরে আদালতে এ রায় ঘোষণা করা হয়।

শওকত আলী/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।