বিজিবির বৃক্ষরোপণ ও মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি শুরু


প্রকাশিত: ০৪:৫০ এএম, ১০ আগস্ট ২০১৫

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি শুরু হয়েছে। রোববার থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী এ কর্মসূচি চলবে আগামি ১৫ আগস্ট পর্যন্ত।

ঢাকার পিলখানাস্থ বিজিবি সদর দফতরের অভয়ারণ্যে বিজিবি মহপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন।
 
সপ্তাহব্যাপী এ বৃক্ষরোপণ কর্মসূচীতে বিজিবির সকল রিজিয়ন, সেক্টর, প্রতিষ্ঠান, ব্যাটালিয়ন এবং সীমান্তে অবস্থিত বিওপিসমূহের খালি জায়গায় বিজিবির প্রত্যেক সদস্য কর্তৃক কমপক্ষে একটি ফলদ ও একটি বনজ (প্রতিজন দুটি করে) গাছের চারা রোপণ করা হবে। পাশাপাশি মৎস্য পোনা অবমুক্ত করা হবে।


 
এছাড়া বিজিবি মহাপরিচালক সোমবার সকালে পিলখানাস্থ পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করে সপ্তাহব্যাপী মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন।
 
এ কর্মসূচি অনুযায়ী বিজিবি সদর দফতর, পিলখানাসহ বিজিবির সকল রিজিয়ন, সেক্টর, প্রতিষ্ঠান, ব্যাটালিয়ন এবং সীমান্তে অবস্থিত বিওপিসমূহের পুকুরে পর্যাপ্ত মৎস্য পোনা অবমুক্ত করা হবে।

জেইউ/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।