আরপিও সংশোধন নিয়ে ইসির বৈঠক রোববার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪০ পিএম, ২৫ আগস্ট ২০১৮

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ সংশোধন নিয়ে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল রোববার সকাল ১০টায় এই বৈঠক শুরু হবে। এটি হবে ৩৫তম কমিশন বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

জানা যায়, এদিন বৈঠকে মূলত দুটি এজেন্ডা রয়েছে। এর মধ্যে এক নম্বরে রয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ -১৯৭২ এর সংশোধন। সার্কভুক্ত দেশসমূহের ৮টি দেশের প্রধান নির্বাচন কমিশনারদের নিয়ে গঠিত সংগঠন ফেম্বোসা সম্মেলন নিয়েও এদিন আলোচনা হবে। এদিনই খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়া হতে পারে।

জানা যায়, একাদশ সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিধান যুক্ত করতে আরপিও সংস্কারের জন্য নতুন করে উদ্যোগ নিচ্ছে কমিশন। ওই বৈঠকে আরপিও সংশোধন অনুমোদন পেলে তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর তা মন্ত্রিপরিষদের অনুমোদন শেষে বিল আকারে জাতীয় সংসদের আগামী অধিবেশনে উপস্থাপন করা হবে।

এদিকে জাতীয় সংসদের ২২তম অধিবেশন বসছে আগামী ৯ সেপ্টেম্বর। ওই দিন বিকেল ৫টায় সংসদের বৈঠক শুরু হবে। বর্তমান সরকারের মেয়াদ শেষ হবে আগামী বছরের ২৮ জানুয়ারি। ডিসেম্বরের শেষে একাদশ সংসদ নির্বাচনের দিন নির্ধারণ করা হবে।

এইচএস/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।