এক‌দি‌নে ১২ হা‌জির মৃত্যু‌

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা মক্কা থে‌কে
প্রকাশিত: ০১:০৮ এএম, ২৫ আগস্ট ২০১৮

প‌বিত্র হজ পালনকা‌লে এক‌দি‌নে (২৪ আগস্ট) ১২ হা‌জির মৃত্যু হয়েছে। এ নি‌য়ে মোট মৃত হা‌জির সংখ্যা‌ বৃ‌দ্ধি পে‌য়ে দাঁড়া‌লো ৮৩ জ‌নে।

বাংলা‌দেশ হজ ম্যা‌নেজ‌মেন্ট পোর্টা‌লের নিয়‌মিত হজ বু‌লে‌টি‌নের ২৩ আগস্ট সংখ্যায় বলা হয়, ওই‌দিন পর্যন্ত ৭১ হা‌জির মৃত্যু হয়েছে। সে হিসাবে শুধু ২৪ আগস্ট মৃত্যু হয়েছে ১২ জনের।

বাংলাদেশ হজ মে‌ডি‌কেল টি‌মের প্রধান ডা মো. জা‌কির হো‌সেন এ তথ্যের সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, হৃদ‌রো‌গে আক্রান্ত হ‌য়ে ‌এদের অধিকাংশেরই মৃত্যু হ‌য়ে‌ছে।

তবে তা‌দের ম‌ধ্য কতজন পুরুষ আর কতজন নারী তা তাৎক্ষণিকভা‌বে জানা‌তে পারেন‌নি ডা মো. জা‌কির হো‌সেন।

hajj

ডা. মো. জা‌কির হো‌সেন খান বলেন, মৃত‌দের অধিকাংশ ব‌য়োবৃদ্ধ ও বার্ধক্যজ‌নিত বি‌ভিন্ন রো‌গে ভুগ‌ছি‌লেন।

উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ৭৯৮ জন হজযাত্রী সৌদি আরবে যান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় সাত হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার জন।

হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২৭ আগস্ট ও শেষ ফিরতি ফ্লাইটটি দেশে পৌঁছাবে আগামী ২৬ সেপ্টেম্বর।

এমইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।