৯ আগস্ট : এক নজরে সারাদিনের খবর

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ০৯ আগস্ট ২০১৫

এইচএসসিতে গড় পাসের হার ৬৯.৬০
এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের শতকরা হার ৬৯.৬০। রোববার সকাল ১০টায় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তরের সময় এ তথ্য জানা গেছে।

পাসের হার ও জিপিএ-৫ দুই সূচকেই ছন্দপতন
পাসের হার ও জিপিএ-৫ দুই সূচকেই বড় ছন্দপতন হয়েছে এবারের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষায়।

খুলনায় `বন্দুকযুদ্ধে` ৬ বাঘ শিকারি নিহত
সুন্দরবনের গহীনে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ৬ বাঘ শিকারি নিহত হয়েছেন। এ সময় তিনটি বাঘের চামড়া ও চারটি বিদেশী একনলা বন্দুক ও একটি পিস্তল উদ্ধার করা হয়।

নিয়ম অনুযায়ী পাসপোর্ট করেছিলেন তারেক
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান একাধিক পাসপোর্ট ব্যবহার করেননি বরং নিয়ম অনুযায়ী পাতা শেষ হওয়ার পর তার পাসপোর্ট করার অনুমতি দেয়া হয় বলে পুলিশের পক্ষ থেকে প্রতিবেদন দাখিল করা হয় হাইকোর্টে।

জঙ্গি দমনে পুলিশ ৮০ ভাগ সফল : আইজিপি
দেশে জঙ্গি দমনে পুলিশ ৮০ ভাগ সফল বলে দাবি করেছেন বাহিনীটির মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। রোববার পুলিশ সদর দফতরে সাংবাদিকদের কাছে তিনি এই দাবি করেন।

আবারো এরশাদের উপদেষ্টা ববি হাজ্জাজ
আবারো ববি হাজ্জাজকে নিজের বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

সীমা লঙ্ঘল করবেন না : মুক্তমনাদের আইজিপি
মুক্তমনা লেখকদের সীমা লঙ্ঘন না করার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

শুনানিতে উপস্থিত হতে আশরাফ-লতিফকে ইসির চিঠি
এমপি পদ বাতিল সংক্রান্ত শুনানিতে উপস্থিত থাকার জন্য সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নিলয়ের শেষকৃত্য সম্পন্ন (ভিডিও)
ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। শনিবার গভীর রাতে পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের চলিশা গ্রামে পারিবারিক শ্মশানে তাঁর দাহ হয়।

৩৫ শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাস করেনি
এ বছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় বেড়েছে শূন্য পাস শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা। অর্থাৎ কেউ পাস করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে।

ভিকারুননিসায় অকৃতকার্য ৬ শিক্ষার্থী
দেশে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় এবার অকৃতকার্য হয়েছে ৬ শিক্ষার্থী।

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কর কেন অবৈধ নয় : হাইকোর্ট
প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল কলেজেসহ শিক্ষা প্রতিষ্ঠাতে সাড়ে সাত শতাংশ ভ্যাট (কর) আরোপ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছন হাইকোর্ট।

মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ : সুমন ৭ দিনের রিমান্ডে
মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের ঘটনায় প্রধান আসামি মাগুরা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন সেনকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

নিলয়কে হত্যাকারীর পোশাক শনাক্ত
ব্লগার নিলাদ্রী চট্টোপাধ্যায়কে (নিলয় নীল) হত্যার সময় ঘটনাস্থল থেকে পাওয়া টি-শার্টটি হত্যাকারীর বলে নিশ্চিত হয়েছে পুলিশ।

পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ ৫ এ ছেলেরা
এ বছর উচ্চ মাধ্যমিক, আলিম ও সমমানের পরীক্ষায় ছেলেদের পাসের হারের তুলনায় মেয়েরা এগিয়ে। অন্যদিকে মেয়েদের চেয়ে ছেলেরা জিপিএ ৫ বেশি পেয়েছে।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।