এক মামলায় রিজভীর জামিন আপিলে বহাল


প্রকাশিত: ০৩:৫১ পিএম, ০৯ আগস্ট ২০১৫

নাশকতার আরো এক মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর জামিন বহাল রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। মামলাটি ছিল রাজধানীর মোহাম্মদপুর থানার।

রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানি শেষে বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
 
এর আগে গত ৬ আগস্ট রুহুল কবির রিজভীকে পাঁচটি মামলায় ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে চারটি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ।
 
আদালতে বিএনপি নেতা রিজভীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও অ্যাডভোকেট সগির হোসেন লিয়ন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির।

এ বিষয়ে অ্যাডভোকেট সগির হোসেন লিয়ন বলেন, গত ৬ আগস্ট রিজভীর পাঁচ মামলায় জামিন বহাল রাখেন আদালত। আজ আরেকটি মামলায় জামিন বহাল রাখা হয়। তবে অন্য একটি মামলায় স্থগিতাদেশ ও একটি মামলার শুনানি বাকি রয়েছে।

এর আগে গত ৭ জুলাই হাইকোর্টের একটি বেঞ্চ পৃথক জামিন আবেদনের শুনানি শেষে রুহুল কবির রিজভীকে আটটি মামলায় এবং শামসুজ্জামান দুদুকে সাতটি মামলায় অন্তঃবর্তীকালীন জামিন দেন।

পরে রুহুল কবির রিজভীর আট মামলা ও দুদুর চার মামলায় জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। রোববার রিজভীর আটটি মামলার মধ্যে মোহাম্মদপুর, পল্টন ও বাড্ডা থানার পাঁচটি মামলায় জামিন বহাল রাখা হয়। এছাড়া খিলগাঁও থানার একটি মামলা স্থগিত করা হয়।
 
সেই সঙ্গে পল্টন থানার অপর দুটি মামলার শুনানির জন্য ৯ ও ১০ আগস্ট নির্ধারণ করা হয়।

অন্যদিকে, শামসুজ্জামান দুদুর পল্টন থানার চারটি মামলায় জামিন বহাল রাখা হয়। আপিলে জামিন বহাল থাকায় কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন শামসুজ্জামান দুদু।

এর আগে এসব মামলায় বিএনপির লাগাতার অবরোধের মধ্যে গত ৩১ জানুয়ারি ভোরে রিজভীকে এবং ১২ জানুয়ারি শামসুজ্জামান দুদুকে গ্রেফতার করা হয়।

এফএইচ/এসএইচএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।