হজ কার্যক্রম সমাপ্ত

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা মক্কা থে‌কে
প্রকাশিত: ১১:৫০ পিএম, ২৩ আগস্ট ২০১৮

তৃতীয়‌ দি‌নের ম‌তো মিনায় হাজিদের পর্যায়ক্র‌মে ছোট, মাঝা‌রি ও‌ বড় জামারায় পাথর নি‌ক্ষেপের ম‌ধ্যদি‌য়ে চল‌তি বছ‌রের হজ কার্যক্রম শেষ হয়েছে। বি‌শ্বের বি‌ভিন্ন দে‌শের ধর্মপ্রাণ মুসল্লিরা বৃহস্প‌তিবার মিনা থে‌কে মক্কায় ফি‌রে আসেন।

সরেজ‌মিনে দেখা গে‌ছে, মিনার বি‌ভিন্ন তাঁবু থে‌কে বি‌শ্বের বি‌ভিন্ন দে‌শের হা‌জিদের ঢল নামে‌। প্রচণ্ড রো‌দের ম‌ধ্যে তাদের একটু‌ প্রশা‌ন্তি দি‌তে রাস্তায় রাস্তায় চিকন ঝরনা থে‌কে পা‌নি ছাড়া হ‌চ্ছে।

হা‌জিদের ঢল নামা‌তে মক্কার বি‌ভিন্ন রাস্তায় যানজ‌টের সৃ‌ষ্টি হয়। শহ‌রে ট্যা‌ক্সি ভাড়া দ্বিগুণ হয়। বি‌ভিন্ন রাস্তায় হা‌জি‌দের পা‌য়ে হে‌ঁটে পথ চল‌তে দেখা যায়।

উল্লেখ্য, আগা‌মী ২৭ আগস্ট ফির‌তি ফ্লাইট শুরু‌ হ‌বে। চল‌বে ২৬ সে‌প্টেম্বর পর্যন্ত চল‌বে। বাংলা‌দেশ থে‌কে চল‌তি বছর এক লাখ ২৭ হাজার ২৯৮ জন প‌বিত্র হজ পালন ক‌রে‌ছেন। তা‌দের ম‌ধ্যে ৬৯ জন মৃত্যুবরণ ক‌রে‌ন।

 

এমইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।