সমুদ্রসীমা নির্ধারণ মামলার রায় ঘোষণা
বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা বিরোধের রায় ঘোষণা করেছে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক স্থায়ী সালিশী আদালত (পার্মানেন্ট কোর্ট অব আর্বিট্রেশন)। আজ সোমবার বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের কাছে রায়ের কপি হস্তান্তর করা হয়।
তবে আদালতের নির্দেশনা অনুযায়ী আগামীকাল মঙ্গলবারের আগে এই রায় জনসমুক্ষে প্রকাশ করা যাবে না। তাই আগামীকাল পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এ রায় প্রকাশ করবে।
ভারতের সঙ্গে বাংলাদেশের সমুদ্রসীমা নির্ধারণ পদ্ধতি নিয়ে বিরোধের জেরে ২০০৯ সালের ৮ অক্টোবর হেগে অবস্থিত স্থায়ী সালিশী আদালতে মামলা করে বাংলাদেশ।
বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা নির্ধারণে ভারত সম-দূরত্বের (ইকুইডিট্যান্স) রেখা টানার যুক্তি দেয়। এ যুক্তিতে সমুদ্র তট থেকে সীমারেখা হবে ১৬২ ডিগ্রি।
অন্যদিকে, বাংলাদেশের উপকূলীয় রেখা অবতলীয় হওয়ার কারণে ন্যায্যতার (ইকুইটি) ভিত্তিতে সীমারেখা টানার যুক্তি দেয়, যেখানে রেখা হবে ভূমির মূলবিন্দু থেকে সমুদ্রের দিকে ১৮০ ডিগ্রি।
গত ডিসেম্বরে মামলার যুক্তি-তর্ক উপস্থাপন শেষে ছয় মাসের মধ্যে রায় ঘোষণার কথা থাকলেও তা হয়নি। অবশেষে আজ সোমবার এ রায় ঘোষণা করা হলো। এ রায়ের মধ্য দিয়ে বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা নির্ধারিত হলে উভয় দেশ সমুদ্র সম্পদ দেশের স্বার্থে স্বাধীনভাবে ব্যবহার করতে পারবে।