মেহেরপুরে নৌকাডুবিতে দুই স্কুলছাত্রী নিখোঁজ


প্রকাশিত: ০২:০০ পিএম, ০৯ আগস্ট ২০১৫

মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভৈরব নদীতে নৌকাডুবিতে দুই স্কুলছাত্রী নিখোঁজ রয়েছে। নৌকায় থাকা ২৩ ছাত্রী সাঁতারে তীরে উঠতে পারলেও বাকি দুইজন নিখোঁজ হয়। রোববার বিকেল ৩টার দিকে উপজেলার রফিকপুর হাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজরা হলো, তানিয়া আক্তার ও ববিতা খাতুন। সবাই বাগোয়ান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী।

প্রত্যক্ষদর্শী কৃষক মজনু রহমান জানান, নৌকায় ১০ থেকে ১২ জনের ধারণ ক্ষমতা থাকলেও ২৫ জন যাত্রী ওঠানোর কারণে এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক শাহিনুর রহমান জানান, উদ্ধার ২৩ ছাত্রীর মধ্যে ২০ ছাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তারা বাড়ি ফিরে গেছে। তবে সুফিয়া খাতুন, কল্পনা আক্তার ও ঝর্না আক্তার নামে তিন ছাত্রী হাসপাতালে ভর্তি আছে। অতিরিক্ত পানি খাওয়ার কারণে তাদের অবস্থা আশঙ্কাজনক। ওই নৌকার মাঝি বাসু দেবও হাসপাতালে ভর্তি আছেন। তার পা ভেঙে গেছে।

এআরএ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।