কোরবানি পশুর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলতে ব্যাগ বিতরণ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:২৭ পিএম, ২০ আগস্ট ২০১৮

পবিত্র ঈদুল আজহায় কোরবানি পশুর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলতে বাসা-বাড়িতে গিয়ে ব্যাগ বিতরণ করা হয়েছে। এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য রাজধানীর উত্তর বাড্ডার পূর্বাচল ইয়ূথ ক্লাব ও জুনিয়ন চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা সাউথের উদ্যোগে এসব ব্যাগ বিতরণ করা হয়।

Kurbani1

এলাকার প্রতিটি বাড়িতে গিয়ে পৌঁছে দেয়া হয় এসব ব্যাগ। পূর্বাচল ইয়ুথ ক্লাবের সভাপতি বদরুজ্জামান তালুকদার এবং জেসিআই ঢাকা সাউথের সভাপতি ইফতেখার রশিদ অপু কার্যক্রমটি পরিচালনা করেন।

এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।