এবার রবরব থেঁতলে দিল মোটরসাইকেল চালকের পা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ১৯ আগস্ট ২০১৮
ফাইল ছবি

বেপরোয়া বাসের চাপায় গত ২৯ জুলাই রাজধানীতে দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বাসের ধাক্কায় থেঁতলে গেল এক মোটরসাইকেল চালকের পা। সঙ্গে থাকা আরোহীও আহত হয়েছেন। আহতরা হলেন- চালক মো. আতিকুল ইসলাম (২৫) ও আরোহী ফাতিমা।

রোববার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর ক্যান্টনমেন্ট ফ্লাইওভার হয়ে ইসিবি চত্বরের দিকে যাওয়ার পথে মাটিকাটা এলাকায় রবরব পরিবহনের একটি বাসের চাপায় আহত হন তারা। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘাতক বাস ও চালককে আটক করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ।

এ ব্যাপারে ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (অপারেশন্স) মনিরুজ্জামান জাগো নিউজকে বলেন, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন- রবরব পরিবহনের বাসটির গতি ছিল বেপরোয়া। মোটরসাইকেল আরোহী আতিক ও ফাতিমাকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। পড়ে গেলে বাসটির চাকা আতিকের পায়ের উপর উঠে যায়।

তিনি বলেন, আমি এখন হাসপাতালে আছি। আর ফোর্স পাঠিয়ে দ্রুত চালকসহ রবরবের ওই বাসটি আটক করা হয়েছে। বাস ও চালক এখন থানা হেফাজতে রয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে চালকের নাম ও বাসের নম্বর জানাতে পারেননি তিনি।

জেইউ/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।