রানারের শো-রুম উদ্বোধন করলেন সাকিব


প্রকাশিত: ১১:১০ এএম, ০৯ আগস্ট ২০১৫

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় রানার অটোমোবাইলসের এক্সক্লুসিভ শো-রুম উদ্বোধন করলেন বিশ্ব সেরা ক্রিকেট অলরাউন্ডার এবং রানারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান। রোববার রানার অটোমোবাইলসের এ শোরুমটি উদ্বোধন করেন এ ক্রিকেট অলরাউন্ডার।

রানার পণ্যের গুনগান গেয়ে উদ্বোধনী অনুষ্ঠানে সাকিব বলেন, ‘আজ আমার খুব ভালো লাগছে এ জন্য যে, আমি যে ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সেই ব্র্যান্ডটির আরো একটি শো-রুম উদ্বোধন হলো। এর মানে বাজারে রানারের পণ্যের চাহিদা উত্তরোত্তর বাড়ছে। আমি রানারের সঙ্গে থাকাটা উপভোগ করি, কারণ রানার দেশেই মোটরসাইকেল তৈরি করে। এটা আমাদের জন্য গৌরব ও আনন্দের। আমি এমন আনন্দের অংশীদার সবসময় হতে চাই।’

শো-রুমটি উদ্বোধনের ফলে এখন থেকে গাজীপুরে এ শোরুম থেকেই রানার ব্র্যান্ডের সব মোটরসাইকেল পাওয়া যাবে। এছাড়া এখানে বিক্রেয়োত্তর সেবার ব্যবস্থাও রয়েছে।

ময়মনসিংহহের ভালুকা উপজেলায় রানার অটোমোবাইলস্ ফ্যাক্টরি থেকে ৫০ সিসি থেকে ১৫০ সিসি পর্যন্ত মোটরসাইকেল উৎপাদিত হচ্ছে। দেশীয় ভাবে মোটরসাইকেল প্রস্তুতকরণের কারণে রানার অপেক্ষাকৃত সাশ্রয়ী মূল্যে গ্রাহককে মোটরসাইকেল প্রদান করতে গ্রাহক সক্ষম বলে জানান রানার গ্রুপের উপ-মহাব্যবস্থাপক ওয়াহেদ মুরাদ।

আরটি/আরএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।