শীর্ষে ভারতীয় সেনাবাহিনীর ফেসবুক পেজ
বিশ্বের বিভিন্ন সংস্থাকে পেছনে ফেলে জনপ্রিয়তায় তালিকার শীর্ষে উঠে এসেছে ভারতীয় সেনাবাহিনীর ফেসবুক পেজ। ফলে সামাজিক যোগাযোগের এ মাধ্যমে সিআইএ, এফবিআই, নাসা`র মত সংস্থাকে টপকিয়ে শীর্ষস্থান দখলে নিলো ভারতীয় সেনাবাহিনী। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ফেসবুক ব্যবহারকারীরা ভারতীয় সেনাবাহিনীর ফেসবুক পেজে সবচেয়ে বেশি আলোচনা করেছে। ব্যবহারকারীদের আলোচনার ওপর ভিত্তি করে শীর্ষস্থান নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ভারতীয় সেনাবাহিনীর ওয়েবসাইট প্রতি সপ্তাহে অন্তত ১৩ লাখ হিট পায়। ২০১৩ সালের ১ জুন প্রথম ফেসবুক পেজ খোলে সেনাবাহিনী। এখন পর্যন্ত পেজটিতে মোট লাইক সংখ্যা ৩০ লাখ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর জন্য এটি একটি বড় বিষয় বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে ফেসবুক পেজ নিয়েও যুদ্ধরত অবস্থানে রয়েছে ভারত-পাকিস্তান। ফেসবুকে `জিও লোকেশন` পেজ ব্লক করে দিয়েছে দেশ দুটি। ফলে পাকিস্তানের কোনও নাগরিক ভারতীয় সেনাবাহিনীর ফেসবুক পেজে প্রবেশ করতে পারেন না।
এসআইএস/পিআর