হোটেল আমারিতে মাদকবিরোধী অভিযান চলছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ১৬ আগস্ট ২০১৮

রাজধানীর গুলশানের আন্তর্জাতিক চেইন হোটেল আমারিতে মাদকবিরোধী অভিযান চালানো হচ্ছে। অভিযানে বিপুল পরিমাণে মদ ও হুইস্কি উদ্ধার করা হয়েছে। এসব মদের লাইসেন্স দেখাতে পারেনি কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এ অভিযান পরিচালনা করে। অভিযানে অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, এপিবিএন ও ডিএমপি পুলিশের সদস্যসহ মোট ৮০ জন উপস্থিত রয়েছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক (উত্তর) খুরশিদ আলম বলেন, অভিযানকালে হোটেলটি থেকে বিভিন্ন ব্রান্ডের বিপুল সংখ্যক মদের বোতল উদ্ধার করা হয়েছে। হোটেল কর্তৃপক্ষকে এগুলোর স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বলা হয়েছে।

আধা ঘণ্টা হয়ে গেলেও তারা কোনো কাগজ দেখাতে পারেনি। আমরা অপেক্ষা করছি। কাগজ দেখাতে না পারলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এআর/এমআরএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।