মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ : সুমন ৭ দিনের রিমান্ডে


প্রকাশিত: ০৮:৫৩ এএম, ০৯ আগস্ট ২০১৫
ফাইল ছবি

মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের ঘটনায় প্রধান আসামি মাগুরা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন সেনকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে মাগুরার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারাহ মামুন এ আদেশ দেন।

উল্লেখ্য, গত ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় আ. লীগ সমর্থক ও যুবদল পরিচয়দানকারী সংঘর্ষে অন্তঃসত্ত্বা মা নাজমা বেগম, আ. লীগ কর্মী মোমিন ভূঁইয়া ও রিপন নামে অপর একজন গুলিবিদ্ধ হয়। ওই রাতেই মোমিন ভূঁইয়া মাগুরা সদর হাসপাতালে চিকিতসাধীন অবস্থায় মারা যায়।

এ ঘটনায় আহত নাজমা বেগমকে মাগুরা সদর হাসপাতালে জরুরি অপারেশন করলে গর্ভের সন্তান ও গুলিবিদ্ধ হয়েছে বলে জানা যায়। বর্তমানে গুলিবিদ্ধ শিশু কন্যা ও মা নাজমা বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মো.আরাফাত হোসেন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।