সৌদিতে পাঁচ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭:৩৯ পিএম, ১৫ আগস্ট ২০১৮

সৌদি আরবে হজ পালন করতে এসে মক্কা নগরীতে আরও পাঁচ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। মঙ্গলবার এই পাঁচজন হজযাত্রী মারা যান। ধর্ম মন্ত্রণালয় হজ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

পাঁচ বাংলাদেশি হজযাত্রী হলেন- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মো. আবুল কালাম (৬৯), কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ছোবহান সরকার বাড়ির মো. হারুন অর-রশিদ (৬১), নাটোরের মো. লাল চাঁদ মণ্ডল (৬০), শেরপুর জেলা সদরের এস এম আবদুল হক (৬৩) ও চট্টগ্রাম মহানগরীর ডেপুটি বাড়ির সুলতান আহমদ (৬৩)।

চলতি বছর সৌদি আরবে হজ করতে এসে এখন পর্যন্ত ৪০ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এর মধ্যে ছয়জন নারী ও ৩৪ জন পুরুষ।

এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।