বাগেরহাটে ইয়াবাসহ আটক ৩


প্রকাশিত: ০৭:৪৭ এএম, ০৯ আগস্ট ২০১৫

বাগেরহাটের ১১শ ৬০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।  শনিবার গভীর রাতে মোল্লাহাট উপজেলার দাড়িয়ালা বাজার এলাকা থেকে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) গাজী ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে এ মাদক ব্যবসায়ীদের আটক করেন।  

আটকরা হলেন, নড়াইল জেলার লড়াগাতী থানার বাইসোনা গ্রামের ফজলার রহমান ওরফে ফুলু কাজীর ছেলে তরিকুল ইসলাম ওরফে তারেক (২৭), একই থানার বল­াহাটি গ্রামের মৃত আফজাল শেখের ছেলে এনামুল কবির (৪০) ও কলাবাড়ীয়া গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে নওয়াব আলী মোল্লা (৪৭)।

ডিবি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মোস্তাফিজুর রহমান রোববার দুপুরে জাগো নিউজকে জানান, মোল্লাহাট উপজেলার দাড়িয়ালা বাজার মোড় এলাকায় ইয়াবার একটি বড় চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ওই এলাকায় অভিযান চালায়।  এসময় ওই তিন মাদক ব্যবসায়ীকে আটক করে দেহ তল্লাশি চালিয়ে ১১শ ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।  যার আনুমানিক মূল্য ২ লাখ ৩২ হাজার টাকা।  আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী বলে তিনি জানান।  তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মোল্লাহাট থানায় মামলা দায়ের করা হয়েছে।    

শওকত আলী বাবু/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।