ফেসবুকে গুজব ছাড়ানোর অভিযোগে দুই যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪২ পিএম, ১৫ আগস্ট ২০১৮

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থী আন্দোলন চলাকালীন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন উসকানিমূলক গুজব ছড়ানোর অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়।

গ্রেফতাকৃতরা হলেন- আহমাদ হোসাইন (১৯) এবং নাজমুস সাকিব (২৪)।

মঙ্গলবার রাতে রাজধানীর কামরাঙ্গীর চর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অর্গানাইজড ক্রাইম ইউনিট। বুধবার দুপুরে তাদের বিরুদ্ধে পল্টন থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে। মামলা নম্বর-২৪।

সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শারমিন জাহান জাগো নিউজকে বলেন, গত ৪ থেকে ১৪ আগস্ট পর্যন্ত এই দুই আসামির ফেসবুক নজরদারি করে সিআইডি। তারা উভয়ই বিভিন্ন মিথ্যা ও বানোয়াট তথ্য ও ভিডিও পোস্ট করে আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করে।

এ ধরনের বিভ্রান্তি যারা ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আইনের আওতায় আনতে কাজ করছে সিআইডি।

এআর/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।