রাজশাহী বোর্ডে পাশের হার ৭৭.৫৪


প্রকাশিত: ০৭:১৪ এএম, ০৯ আগস্ট ২০১৫

এইচএসসি ও সমমানের পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পাশের হার ৭৭ দশমিক ৫৪ শতাংশ। চলতি বছরে এক লাখ ৭১০৯ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। আর এর মধ্যে পাশ করেছে ৮১ হাজার ৩৩০ জন পরীক্ষার্থী।

এদিকে, জিপিএ-৫ পেয়েছে মোট ৫ হাজার ২৫০ জন। এর মধ্যে ছাত্র ২ হাজার ৮৬৫ জন ও ছাত্রী ২ হাজার ৩৮৫ জন। এ বছর শতভাগ পাশ করা কলেজের সংখ্যা ২৬টি, শূন্য ফলাফল প্রাপ্ত কলেজের সংখ্যা পাঁচটি এবং মোট কলেজ সংখ্যা ৬৯২টি।

তবে গতবারের চেয়ে এবারের এইচএসসি পরীক্ষায় পাশের হার কিছুটা কমেছে। রাজশাহী বিভাগের ৮ জেলায় ১৮৫টি কেন্দ্রে একযোগে ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

রোববার দুপুর ১টায় রাজশাহী শিক্ষা বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল কালাম আজাদ এ ফলাফল ঘোষণা করেন।

শাহরিয়ার অনতু/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।