পরিবার চাইলে ফেলানী হত্যার পুনর্বিচার হবে : বিজিবি


প্রকাশিত: ০৫:৫১ এএম, ০৯ আগস্ট ২০১৫
ফাইল ছবি

পরিবার চাইলে কিশোরী ফেলানী খাতুন হত্যার পুনর্বিচার হবে বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারলে আজিজ আহমেদ। রোববার সকাল ১০টায় বিজিবি সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ফেলানি হত্যা মামলার বিচারিক পদ্ধতি নিয়ে যদি তার পরিবারের কোন আপত্তি থাকে, তবে বিএসএফের পক্ষ থেকে অন্য আদালতে আবারও বিচারের জন্য মামলা করা হবে।

গত ২-৬ আগষ্ট নয়া দিল্লিতে বিএসএফ সদর দফতরে বিজিবি-বিএসএফ বৈঠকে বিজিবি ফেলানীর বিচার সম্পর্কে জানতে চাইলে বিএসএফের পক্ষ থেকে এ দাবি করা হয়।

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহম্মেদ বলেন, আমরা বিএসএফের কথায় কিছুটা হলেও আশ্বস্ত হয়েছি। তবে বিজিবির পক্ষ থেকে্‌ এ ক্ষেত্রে কিছু করার নেই। কারণ বিষয়টি বিচারাধীন। সীমান্ত সম্মেলনে বিএসএফ ডিজি মহাদয়কে একান্ত আলাপকালে ফেলানী হত্যার পর বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট সম্পর্কে জানিয়েছি। তিনি বলেছেন ভারতের নিম্ন আদালত থেকে ফেলানী সম্পর্কে যে রায় দিয়েছে তাতে আমি এখনো অনুমোদন দেয় নি।

তিনি আরও বলেন, বিএসএফ ডিজি আমাকে বলেছেন ফেলানী পরিবারের সঙ্গে কথা বলতে। তারা যদি এই রায় নিয়ে অসন্তুষ্ট থাকে অথবা সংক্ষুব্ধ থাকেন তবে আইনজীবীদের মাধ্যমে আমাদের জানান। আমরা প্রয়োজনে অন্য আদালতে মামলা করবো। আমরা এ সপ্তাহের মধ্যে ফেলানীর পরিবারের সঙ্গে আইনজীবিদের কথা বলার ব্যবস্থা করবো। এজন্য বিজিবির পক্ষ থেকে ফেলানী পরিবারকে যেসব সহযোগীতার করা দরকার তা করা হবে।

জেইউ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।