কমেছে জিপিএ ৫


প্রকাশিত: ০৫:১৭ এএম, ০৯ আগস্ট ২০১৫
ফাইল ছবি

এ বছর উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ কমেছে। রোববার প্রকাশিত ফল থেকে জানা গেছে, এবার জিপিএ ৫ পেয়েছে ৪২ হাজার ৮৯৪ জন শিক্ষার্থী।

গতবার জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিলো ৫৭ হাজার ৭৮৯ জন। পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, প্রায় ১৫ হাজার জিপিএ ৫ কমেছে।

রোববার সকাল ১০টায় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

দুপুর ১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী। এরপরই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও এসএমএস ও ইন্টারনেটের মাধ্যমে ফল জানা যাবে।

এসএ/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।