পাসের হারে ছন্দপতন


প্রকাশিত: ০৫:০৮ এএম, ০৯ আগস্ট ২০১৫

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হারে ছন্দপতন ঘটেছে। গতবার পাসের হার ছিলো ৭৫ দশমিক ৭৪ শতাংশ। আর এবার কমে দাঁড়িয়েছে ৬৯ দশমিক ৬০ শতাংশ। অর্থ্যাৎ এবার পাসের হার প্রায় ৬ শতাংশ কমেছে।

রোববার সকাল ১০টায় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তরের সময় এ তথ্য জানা গেছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ ফল হস্তান্তর করেন।

এসময় প্রধানমন্ত্রী বলেন, প্রতিকূল অবস্থার মধ্যে পরীক্ষা নিয়ে সময় মতো ফল প্রকাশ করা সম্ভব হয়েছে। যদি হরতাল অবরোধ না থাকতে, তাহলে পাসের হার কমতো না।

এসএ/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।